প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাণীশংকৈল উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও খাদিজা বেগম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা আরশেদুল হক, উপজেলা জামায়েতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ধর্মগড় বিওপি কমান্ডার রেজাউল করিম, হাবিলদার বজলুর রহমান, আনসার ভিডিপির অফিসার পাপিয়া, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ, প্রসক্লাব সভাপতি আশরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির এবং বিভিন্ন স্কুলের শিক্ষক, রাজনৈতিক নেতা ও আলেম উলামাসহ অনেকে।
সভায় মাদক, জুয়া, আসন্ন শীত মৌসুমে চুরি প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং ব্যবসা, সীমান্ত এলাকার ফসলের চাষ, রাস্তা ঘাটের সরকারি সোলার লাইট চুরি সহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিষয় আলোচনা করা হয়।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫